মাস্ক ব্যবহার নিশ্চিতকল্পে তজুমদ্দিনে মোবাইল কোর্ট

সাগর দও,তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি: সারাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, এখন পর্যন্ত সবচেয়ে কার্যকর ব্যবস্থা হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। তারই অংশ হিসেবে মাস্ক ব্যবহার নিশ্চিতকল্পে আজ তজুমদ্দিন উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা।

পল্লব কুমার হাজরা বলেন, মোবাইল কোর্ট পরিচালনাকালে এ মহামারিতে জনগণের আর্থিক দুরাবস্থার কথা সবসময় আমার মাথায় ঘুরপাক খায়। এ কারণেই চেষ্টা করি, নামমাত্র জরিমানা করে তাদেরকে বিভিন্ন পরামর্শমূলক কথা বলে সচেতন করতে। ফলাফল খারাপ না। অন্যান্য অনেক জায়গার তুলনায় এই প্রত্যন্ত উপজেলায় মাস্কের ব্যবহার উল্লেখযোগ্য। আমি আশা করি, তজুমদ্দিনবাসী দেশ ও জাতির স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। মোবাইল কোট চলাকালীন সময়ে ২০ টি মামলায় ২০ জনকে ২০০০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে তজুমদ্দিন থানার একদল চৌকস পুলিশ সদস্য সাথে ছিলেন।

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment