ভালবাসার বারান্দায়

 

ভালবাসার বারান্দায়
রুবি আক্তার

আদর আঁচড় কাটে যখন
মনও আকাশে উঠে দেখে কোথায় মরন।
আহ্লাদ পিঁপড়ে আনে তখন
যখন সময় বলে রাতেই আসি
রশি থেকে রথ খুলে নিতে।
একজন কেউ আসবে।
যে বাঁধন দিতে জানে।
একজনের আসার কথা—
যে কথার শক্তি কেড়ে নিতে পারে।

এপারে চলে ছায়াবৃত অপেক্ষা,
ওপারে তখন প্রস্তুতি দ্রুতির শ্রুতিতে।
এই চলাচলের লেনদেনে শুদ্ধতা যাই আছে, তা-ই নিয়েই আমি সারাদিন বসে।
দরজা আর আমার বন্ধুত্ব আদরে আঁচড়ে কামড়ে থাকা
আসরের মাঝখানের কলতান।
তুমিতো তুমি বলেই
তোমাতেই আছে সময়ের দৈপায়ন।
আছে মন অনুক্ষণ দরজার পাল্লায়,
দেখে বেরিয়ে যাওয়া না আসা
তা ঠিক বলা যায় না।

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment