বাবা,আমি তোমাকে ভালোবাসি।

 

লেখক : মোঃ জহিরুল ইসলাম।

“মাটিতে মিশে আছে আমার দাদা,মিশে আছে আমার পূর্বপুরুষ, আজ সেই মাটির কদর বেড়েছে বহুগুণ, বেড়েছে মায়া,আমিই যে তাদের উত্তরপুরুষ”

বাবা,স্বার্থপর এই সৃষ্টিজগতের বিস্ময় বিশালাকার আসমানের নিচে জমিনে এক ছটাক ভালোবাসাও পাইনা যে ভালোবাসা তোমার ভালোবাসার সাথে তুলনা করা যায়। চোখের জল জাহান্নামের আগুনকেও হটাতে পারে কিন্তু হেরে যায় জগতের কিছু পাষণ্ড মানুষের কাছে। আমার কাছের-দূরের যাদেরকে আমি হীরা ভেবেছি,হায়!তারাতো ঘষামাজা কাসা।বাবা,তুমিই আমার সত্যি কারের হীরা। তোমার ঘষাতেই আমি নষ্ট কাসা আজ জগতে ঝলমল করা হীরা।

গ্রীষ্মের প্রখর রোদে তোমার পরিশ্রমী ঘামে-ভেজা মুখটা আজো ভেসে উঠলে আমার স্বপ্নগুলো বিলীন হয়ে যায়।নির্মম এই পৃথিবীতে যে ভালোবাসা পাওয়ার জন্য ব্যক্তিত্ব,অর্থ কিংবা আত্মসম্মানটাও বিকিয়ে দিয়েছি,সেই দুর্লভ ভালোবাসাই তোমার কাছ থেকে পেয়েছি নিঃস্বার্থভাবে।
বাবা,সৃষ্টিকর্তাকে স্বাক্ষী রেখে বলছি,তোমার চোখে চোখ রেখে মুখে বলতে না পারলেও,তোমার অন্তরালে চোখের জলে সিক্ত হয়ে,আমি হাজারো বার বলি,বাবা,আমি তোমাকে ভালোবাসি।বাবা,সত্যিই আমি তোমাকে সব সময় ভালোবাসি।

সকল বাবার প্রতিই সব সময় আমার চিরন্তন শ্রদ্ধা, ভালোবাসা আর দোয়া।মহান সৃষ্টিকর্তা কবুল করুন।

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment