নিজের ঈশ্বর

লেখকঃ আনোয়ার হোসেন বাদল।

সতত প্রশ্ন মনে- আমি কি মানুষ?

নাকি মানুষের ভীরে আমি অমানুষ?
সংখ্যা লঘুর সাথে হাঁটি
ওরা বলে বে-দ্বীন, কাফের
-তোমার ধর্ম নয় খাঁটি।

এই ভাবে কেটে যায় দিন
জীবনের কাছে বাড়ে বেশুমার ঋণ
মানবতা লুণ্ঠিত গীর্জায় মাথা ঠুকে মরি
মানুষকে পায়ে দলে
দেবতার মুর্তিটা গড়ি।

সবাই কেমন যেন হাসে, এই বুকে জাগে সংশয়
রাম রহিমের নামে ধর্মের কীবা ক্ষতি হয়?
সৃষ্টিছাড়া এক আমি, তসবিহ তিলক মোর নাই
মানুষের মাঝে খুঁজি যারে,
তার দেখা যদি আমি পাই!

মূর্খরা জেনে গেছে সব
খোঁজেনা তোমারে তারা দেখেনা খোয়াব
তোমার ঠিকানা আর নিজ পরিচয়
জানতে চাইলে কিছু অন্ধ, বধির
তেড়ে আসে ছুরি দিয়ে জিব কেটে লয়।

পালিয়ে বেড়াই একা, কেউ সাথে নেই
হাজার প্রশ্ন মনে উত্তরও নেই
জানিতে চাইনে ভয়ে কে বাজায় তুড়ি
মূর্খ দানব পাশে আস্তিনে ছুরি
তারাই সজন তবু ভয়ে ভয়ে থাকি
নিজ বুকে নিজমতো ঈশ্বর আঁকি।

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment