নারী –

নারী – মাহমুদুর রহমান।

নারী, তুমি কি?
কার স্বাধ্যে ধারন,তোমার মহিমান্বিত লীলা,
তুমি এক মহান সৃষ্টি,চীর অবলিল
যেখানে সৃষ্টিশীল হওয়াই,তুমি সৃষ্টির লক্ষ।
নারী, তুমি কি?
কার গদ্য চিত্তে তোমার আশ,
ভূষণ,বারণ উহ্য,উদ্বত্ত দাসত্ব বরণ
মোহ মোহ ভালবাসায়,নিজের মধ্যেই নিজের বাস।
নারী, তুমি কি?
কার তুল্য, তুমি মহিয়ান,
উদ্বেলিত নির্বাক শোষিত পদচারনা
অপার প্রকৃতি সেজে অভিমান।
নারী,তুমি কি?
কার বাহু তলে তুমি লুণ্ঠিত,
উদার চিত্তে রুদ্ধদ্বার করেছ উম্মোচন
গর্বিত তুমি,জয়ধ্বনি তোমাতে অনন্ত।

ধন্যবাদ।

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment