জয় বাংলা স্লোগানে কৃষকের ধান কেটে দিলো তজুমদ্দিন যুবলীগ

মোঃইলিয়াছ,বিশেষ প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে জয়বাংলা স্লোগানে কৃষক ফজল মিয়ার ২ বিঘা জমির ধান কেটে দিয়েছে তজুমদ্দিন উপজেলা যুবলীগ। শনিবার (৮ এপ্রিল) শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ শাখা যুবলীগের উদ্যোগে দিনব্যাপী তজুমদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু হাওলাদার ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের নেতৃত্বে শম্ভুপুর ৫নং ওয়ার্ডে ধান কাটা কর্মসূচিতে অংশ নেন যুবলীগের নেতা কর্মীরা। এসময় তারা কৃষক ফজল মিয়ার ২ বিঘার জমির ধান কেটে মাড়াই করে দেন।

কৃষক ফজল মিয়া জানান, করোনাভাইরাসের কারণে শ্রমিক পাচ্ছিলাম না। যুবলীগের নেতা কর্মীরা ধান কেটে দেওয়াতে আমার অনেক উপকার হলো। নয়তো দুর্যোগের কারণে ক্ষেতের ধান ক্ষেতেই নষ্ট হতো। এ জন্য যুবলীগের সবার প্রতি আমি কৃতজ্ঞ।

তজুমদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের আহ্বানে আমাদের ধান কাটা কর্মসূচি অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় ফজল মিয়ার জমির ধান কেটে দেয়া হয়েছে। ধান কাটা কর্মসূচি চলমান থাকবে।

ধান কাটা কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা এম নূরুন্নবী, শম্ভুপুর দক্ষিণ শাখার সভাপতি জামাল উদ্দিন জাবু, সিনিয়ন সহ সভাপতি নিরব পন্ডিত, সাধারণ সম্পাদক ফজলুল হক সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment