ছদ্মনামী

লেখক: সাগর হাসান মুক্তার।

আমার পৃথিবীতে যতটুকু আলো আসে,
তাঁর সবটাই ছড়িয়ে যায় তোমার নামে।

আর কিছু অন্ধকার আমি তুলে রাখি যতনে,
যাতে তোমার দেওয়া কষ্ট গুলো ঢেকে যায়
সেই আঁধারের খামে।

প্রতিদিনই বেনামী কিছু চিঠি পাঠায় তোমাকে,
কোন ঠিকানাবিহীন,

সেই চিঠিগুলো হয়তো ছুঁয়েও দেখোনা কখনো,
জবাব আসে না তার কোনদিন।
তোমায় নিয়ে অসংখ্য বিরহের কবিতা লিখি ছদ্মনামে রোজ,

নিরস কতক কাব্যের ভাবে বলে দিতে চাই কতটা আর ভালো আছি তার খোঁজ।

তুমি হাত বাড়ালেই দেখবে আমি মন বাড়িয়ে আছি
তোমায় ছুঁতে,

তুমি আঁচল পাতলেই
আমি পেতে দেবো বুক সাথে সাথে।

তুমি কাঁদলে আমি নদী হয়ে যাব
তোমার অশ্রুগুলো বুকে ধরে রাখতে,

ছায়ার ছদ্মবেশে আমি চাই
প্রহর নিশি তোমায় ঘিরে শুধু থাকতে।

এতো যে চাই তবু তোমায় পারিনা বলতে
‘এসো একবার মুখোমুখি বসি’

তাইতো আমি ছদ্মনামী মেঘের গাঁয়ে লিখেছি প্রেমপত্র ‘তোমাকেই শুধু ভালোবাসি’।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment