চুল যেন ফুল

চুল যেন ফুল
ইমরান হোসেন পিয়াল

তুমি করিলে করিতে পারো
হাজার রকমের ভুল,
যদি থাকে নারী তোমার-
লম্বা কালো চুল।

হয়ে যাবো বড্ড উম্মাদ
তোমার ওই চুলের প্রেমে,
রাখবো চিরদিনই বিশ্বাস-
যদি দাও কখনো আমায় আশ্বাস।

ছেড়ে দেওয়া লম্বা চুলে
দেখতে লাগে অপরূপা সুন্দরী,
তার সাথে শাড়ি হলে-
গন্ধ আসবে বাহারি।

চুল নিয়ে হাজারো কবিতা
লিখে যায় প্রেমের কবি,
পুরুষের মনের রঙিন মাদকতা
সবই লম্বা কালো চুলের কারসাজি।

নারী তুমি হয়তো বিশেষ
নয় কিন্তু আহামরি,
তোমার ওই লম্বা কালো চুলের গন্ধে-
ভুলে যাই সকল রোগশোক আমি।

তুমি ধরিয়ে দাও কাঁপন
যদি দাও চুলে তোমার ঝাঁকন,
ফুল ফুটে যেন মরুভূমির বুকে
যদি থাকে হালকা জল তোমার চুলে।

নারী তোমার এলেমেলো চুলে
নেশা হয় সব পুরুষ মনে,
বাড়াও হাত খুবই সাবধানে
নয়তো কাঁদবে সারাজীবন ধরে।

100% LikesVS
0% Dislikes
Comments (১)
Add Comment
  • Imran Hossain Pial

    ধন্যবাদ