গণতন্ত্র

লেখক: শামীমা আজাদ কনক।

মুখের ভাষা মুখেই থাকে,
বুকে পোড়া কয়লা।
শুনছি কানে বলছে সবাই দূর করব সব ময়লা।

গণতন্ত্র মুক্ত তন্ত্র গলায়-গলায় স্লোগান।
মুখের ভাষা মুখেই থাকে এমন তন্ত্রকে চান?

বলার মতো সাহস করে যারা বুকের ছাতি ফুলিয়ে।
কদিন পরে তাদের বুকে দেয় মরণ তন্ত্র ঝুলিয়ে।

গণতন্ত্র মুক্ত তন্ত্র মিথ্যা ভরা বুলি।
আমরা সবাই ওরাং-ওটাং গাছে গাছে ঝুলি।

পেটের খুদায় রাস্তার শিশু রাস্তায় মরে হায়।
ওরা বলে অনেক খাদ্য খেতে খেতে পেট ফেটে যায়।

গণতন্ত্র মুক্ত তন্ত্র এমন যদি হয় তবে।
এই তন্ত্রের ভালো মন্ত্র খুঁজে আনতে হবে।

দুর্নীতির ওই রাঘববোয়াল ধরাছোঁয়ার বাইরে।
যারা পেটের দায়ে ভুলছে নীতি তাদের রেহাই নাই রে।

গণতন্ত্র মুক্ত তন্ত্র এসব তবে কি,
গণজাগরণ মঞ্চ টা কি সবাই করেছি?

প্রশ্ন রইল বিবেকের কাছে আসলে কি গণতন্ত্র?
কে আছে এমন সাহসী যে মুক্ত হবার জানে মন্ত্র।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment