কলকারখানায় তিন দিনের বেশি ছুটি নয়

মো: মেহেদী হাসান আশিক,ডেস্ক রিপোর্ট: মহামারি করোনার কারনে এ বছরে পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি তিন দিন।
এ নির্দেশ সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে। এই নির্দেশের বাইরে কোনো প্রতিষ্ঠান বাড়তি কোনো ছুটি দিতে পারবে না। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই তিন দিনের বেশি বন্ধ দেওয়া যাবে না।

বেসকারি খাতের সকল প্রতিষ্ঠান এই নিয়মের আওতাধীন থাকবে, পোশাকশিল্প সহ সকল শিল্প কারখানা এই তিন দিনের বাইরে ছুটি দিতে পারবে না।

এ সম্পর্কে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ সহসভাপতি শহিদুল্লাহ আজিম বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য সাধারন মানুষের কথা বিবেচনা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এতে আমাদের কোনো সমস্যা নেই। আগে জীবন, পরে কাজ।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment