কবিতা- শতাব্দীর পর যখন তুমি

সঞ্জয় বৈরাগী

আমাকে সিক্ত করে দিয়েছে – তােমার অনবদ্য রুপসজ্জা ।
তার থেকেও বেশি আসক্ত হয়েছি ;
যেদিন তুমি , আমাকে হারানাের ভয়ে
ইন্দ্রিক শক্তিতে জরিয়ে ধরে কেঁদেছিলে ।

আন্দোলিত হলাম .শুরু করলাম নতুন অধ্যায় ।
বিস্তৃত মরুর মাঝে আবিষ্কার করলাম নিজেকে,
ছােট্ট কুঠিবাড়ি হল স্থাপন,
বেশ ভালােই লাগল,
স্বাধীন নগরীতে নিজেকে সেনাপ্রধান – তৈরী করলাম ।

প্রতিদ্বন্দ্বিতা শুরু হলাে বাস্তবতার সাথে,
আমার সব সেনার মৃত্যু ঘটল,
আশ্রয় নিতে যখন রওনা নিলাম তােমার উদ্দেশ্যে,
তখন দেখি তুমি অনাবিষ্কৃত সেই প্রথম দেখা নারী,
যাকে আজও খুজে বেড়াই হিমেল হাওয়ায়।

50% LikesVS
50% Dislikes
কবিতাশতাব্দীশতাব্দীর পর যখন তুমি
Comments (০)
Add Comment