কবিতা: জীবন বাণী

লেখক: সাগর হাসান মুক্তার।

কিছু কথা রেখে দিতে হয়,
একান্তে জমা করে।

কিছু ব্যাথা চেপে যেতে হয়,
ভীষণ কষ্ট করে।

সব কথা সব সময় বলতে হয় না,
আর সব ব্যাথা প্রকাশও করা যায় না।

সবটুকু ভালোবাসা কাউকে দিয়ে দিতে হয়না
অল্প কিছু ভালোবাসা তুলে রাখতে হয়,

কারো বিরহে একেবারে পুঁড়াতে হয়না হৃদয়,
বেঁচে থাকার জন্যে কিছুটা অক্ষুন্ন রাখতে হয়।

কারো প্রতি এতোটা অভিমান পুষে রাখতে নেই,
যতোটা অভিমান আপন কাউকে পর করে দেয়।

এতো বেশি অভিযোগ তুলে দিতে হয় না কখনো,
যেটুকু অভিযোগ কাউকে অপরাধী বানিয়ে দেয়।

অবহেলার মাত্রা এতোটা বাড়াতে নেই কোনদিন,
যার জন্য প্রিয়জন জীবন থেকে হারিয়ে যায়।

জীবন থেকে শিখতে হয়,
জীবন কোনো গল্প/সিনেমা নয়।

সময় থাকতে গুরুত্ব দিতে হয়
হারিয়ে গেলে ফিরে পাওয়া দায়।

ততটাই আঘাত করতে হয়,
যতটুকু আঘাত সহ্য করা যায়।

এসব নয়তো প্রিয় কারো থেকে শোনা কাহিনী,
জীবন থেকে পাওয়া আমার নিজের জীবন বাণী!

50% LikesVS
50% Dislikes
কবিতাজীবন বানী
Comments (০)
Add Comment