কবিতা “অভাব”

অভাব
আল ফারুক ইসলাম (দুখু মিয়া)

অল্প অল্প অভাবে কেউবা
একেবারে খুব ভেঙ্গে পড়েছে,,
পাহাড় পরিমান অভাব পেয়ে
কেউবা নতুন জীবন গড়েছে।।

চাকরির অভাব,খাবারের অভাব
সুস্থ্যতার অভাব, আরো অভাব রূপে,,
অভাবের তারনা সইতে না পেয়ে
অনেকে নিরবে কাঁদে চুপে চুপে।।

সবদিক দিয়ে সুখী
বল কেবা হয়েছে,,
কিছু না কিছু দিক দিয়ে
সবার অভাব রয়েছে।।

অভাবেরই এই হতাশায়
যদি ভুগিতেছে সবে,,
অভাবে ক্লান্ত তুমি
বল কেন হও তবে।।

100% LikesVS
0% Dislikes
অভাবকবিতাখাইখাইচাইনেই
Comments (০)
Add Comment