কবিতাঃ নিকোটিনের ধোঁয়া

লেখকঃ মিরাজ বাদশা

প্রথম যেদিন পড়েছিলাম তোমার দেওয়া চিঠিপত্র,
ভেবেছিলাম তুমি আমার জিবনের নীল নক্ষত্র।

প্রেমের বন্ধনে বন্ধিত করেছিলাম তোমায় আমি প্রিয়া,
তুমি তো এক নজর না দেখলে কেঁদে ভাঁসাইতে হিয়া।

প্রতি নিয়ত মন মন্জিলে তোমায় নতুন করে সাজাই,
তোমার ভালবাসায় সব কিছুই যেন নতুন করে পাই।

তোমার চোখে দেখতাম প্রেমের জলন্ত অগ্নি গিরি,
আজ তোমার চোখে আমি দেখি ঘৃর্নার ছড়াছড়ি৷

তোমার হৃদ হতে নির্বাসন তুমি যতই কর বারবার,
ততই তোমার কাছে যাবো ভালবাসবো ততবার৷

তুমি হাত ধরে করতে চেয়েছিলে সকল বাধা জয়ী,
আজ কেন তুমি অন্যের বুকে নিখুঁত ছলনাময়ী৷

তোমার বিরহে হারিয়েছি নিকোটিনের ধোঁয়ার ভিড়ে,
অন্তর পোড়া গন্ধ ছড়িয়ে পড়ছে আজ বাতাস, নীড়ে৷

তোমার জন্য ভালবাসায় কখনও কার্পন্য দেখাইনি,
তবুও চলে গেলে মোর বুকের খাঁচা ভাঙ্গি পাষাণি৷

50% LikesVS
50% Dislikes
কবিতানিকোটিনের ধোয়া
Comments (০)
Add Comment