কখনো কি বলেছিলে ভালোবাসি

সাগর হাসান মুক্তার

এতো যে প্রেম প্রেম খেলা,
এতো যে থাকা পাশাপাশি,
কখনো কি একবার বলে ছিলে “ভালোবাসি”?

এতো যে দূরে যাই,
এতো যে ফিরে আসি,
একবারো কি বলেছিলে “ভালোবাসি”?

এতো যে কষ্ট দাও,
এতো যে তোমার অট্টহাসি,
কোনদিন কি বলেছিলে “ভালোবাসি”?

এতো যে প্রেম দেই,
এতো যে অশ্রুতে ভাসি,
একবারো তো বলোনি “ভালোবাসি”!

এতো অভিমান করো,
এতো হয়ে যাও অভিলাষী,
হাত ধরেতো একবারো বলোনি “ভালোবাসি”!

এতো যে অবহেলা করো,
এতো যে বানাও দোষী,
মন ছুঁয়েতো কখনো বলোনি “ভালোবাসি”!

এতো যে রাধা সেজে থাকো,
এতো যে বাজাই বাঁশি,
চোখে চোখ রেখে একবারো কি বলেছো “ভালোবাসি”?

এতো যে সুখ সুখ করো,
এতো যে হয়ে থাকো উদাসী,
আঁখিজল নিয়েতো কখনো বলোনি “ভালোবাসি”!

এতো যে আমি বিরহে পুঁড়ছি,
এতো যে পরবাসী,
ভুল করেও কি একবার বলেছিলে “ভালোবাসি”?

এতো যে মন ভাঙা-গড়া চলে,
এতো যে মন কষাকষি,
মুখ ভার করেও তো একবার বলোনি “ভালোবাসি”!

এতো যে সুখের বায়না ধরো,
এতো যে বলো শান্তিতে বিশ্বাসী,
বুকে জড়িয়ে একবারতো অন্তত বলতে পারতে “ভালোবাসি”!

এডিট:মোঃ জাহাঙ্গীর আলম শান্ত।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment