এশিয়ার ১০০ বিজ্ঞানীর তালিকায় স্থান পেল তিন বাংলাদেশী।

 

মোঃআল-আমিন
ডেস্ক রিপোর্ট, দৈনিক সাহসী কন্ঠ।

এশিয়া মহাদেশের ১০০ বিজ্ঞানীর তালিকায় স্থান পেলেন বাংলাদেশী তিন বিজ্ঞানী।তালিকায় স্থান পাওয়া তিন জনই নারী।তারা হলেন,সায়মা সুলতানা,সায়মা সাবরিনা এবং ফেরদৌসী কাদরি।

৬ষ্ঠ বারের মত বিজ্ঞানীদের এই তালিকা প্রকাশ করেছে সিংগাপুর ভিত্তিক সাময়িকী এশিয়ান সাইন্টিস্ট।গত সোমবার এই তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় স্থান পাওয়া সালমা সুলতানা কাজ করছেন পশু চিকিৎসা নিয়ে।বাংলাদেশে পশু চিকিৎসা নিয়ে শিক্ষা বিস্তারে ভূমিকা রাখায় এই ১০০ জনের তালিকায় তাকে স্থান দেয়া হয়েছে।অন্যদিকে বুয়েটের অধ্যাপক সায়মা সাবরিনা স্থান পেয়েছেন ন্যানো ম্যাটেরিয়ালের ব্যবহার নিয়ে গবেষণার জন্য। তালিকায় থাকা আরেক বাংলাদেশী ড.ফেরদৌসী কাদরী আইসিডিডিআরবির ইমিওনোলজি বিভাগের প্রধান।২৫ বছর ধরে কলেরা মহামারি থেকে মানুষকে রক্ষার জন্য সাশ্রয়ী মূল্যের টিকা নিয়ে কাজ করছেন তিনি।

এবছরের তালিকায় জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে কোভিড-১৯ এর মতন সমস্যা মোকাবিলায় ভূমিকা রাখা গবেষকরা এই তালিকায় স্থান পেয়েছেন বলে জানান এশিয়ান সাইন্টিস্ট সাময়িকী।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment