আগামীকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার এবং দৌলতদিয়া-পাটুরিয়া রুটে বিজিবি মোতায়েন

 

মোঃআল-আমিন
ডেস্ক রিপোর্ট, দৈনিক সাহসী কন্ঠ।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশব্যাপী চলছে সর্বাত্তক লকডাউন।

কিছুদিন পরেই পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরকে কেন্দ্র করে সর্বাত্তক লকডাউন উপেক্ষা করে বাড়ি ফিরছে মানুষ। এই বাড়তি মানুষের চাপ কমাতে আজ থেকে শিমুলিয়া-বাংলাবাজার ও দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে সরকার। ফেরি বন্ধ রাখার ঘোষণা করা সত্বেও ফেরিঘাটে ঘরমুখো মানুষের চাপসামলানো যাচ্ছেনা।

এমতাবস্থায় আগামীকাল (৯ মে) রোজ রবিবার থেকে শিমুলিয়া-বাংলাবাজার এবং পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে বিজিবি মোতায়েন করা হবে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান বলেন, বেসামরিক প্রশাসনের সহায়তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মুন্সিগঞ্জ ও জেলার ফেরিঘাটে আগামীকাল থেকে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হবে ।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment