আকাশ বাড়িয়ে দেবো

লেখক: সাগর হাসান মুক্তার।

তুমি ভুলে থাকার সব শর্ত উঠিয়ে নিলেই,
আমি তোমার মনের ভিতরে পুরো একটা আকাশ বানিয়ে দেবো।

তুমি মন বিনিময়ের সন্ধি করলেই,
সাতটি রঙের মিশ্রণ দিয়ে তোমার সেই আকাশ জুড়ে আমি একটা বিশাল রংধনু এঁকে দেবো।

ভালোবাসার উপর দেয়া সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই,
আমি আবার নতুন করে আটঘাট বেঁধে তোমার প্রেমে পড়ে যাবো।

তুমি কাছে আসার চুক্তি করলেই,
আমি তোমার বুকে শুকতারা হয়ে সকাল-সন্ধ্যা জ্বলবো।

তুমি একটা প্রেমের চিঠি লিখলেই,
অনন্ত কোটি নক্ষত্র আমি তোমার নামে বরাদ্দ দিয়ে দেবো।

যদি তোমার মনের ঠিকানা জানিয়ে দাও,
পৃথিবীর সবগুলো গোলাপ আমি একসাথে করে
তোমার কাছে পাঠিয়ে দেবো।

তুমি আমার কথা ভেবে দু’এক ফোটা অশ্রু ঝরালেই ,
এ চোখ দুটোকে কেঁদে কেঁদে আমি সাগর বানিয়ে ফেলবো ।

তুমি যদি মুখ ফুটে একবার ভালোবাসার কথা বলো,
এই পৃথিবীকে খরচের খাতায় রেখে আমি শুধু তোমার হয়ে যাবো।

তুমি সংকোচের গণ্ডি থেকে বের হতে পারলেই,
আমি সব ছেড়েছুড়ে দেশান্তরী হয়ে যাবো।

যদি তুমি বিরহের চিহ্ন মুছে দিতে চাও,
সমস্ত কষ্টের মালিকানা আমি নিজের নামে করে নেবো।

একবার তুমি জীবনের গল্প শুনতে চাইলেই,
আমি তোমায় চোখের কালিতে লেখা তিনশো খন্ড উপন্যাস পড়ে শুনাবো।

তুমি অভিমানের মেঘ সরিয়ে নিলেই,
আমি ভালবাসার আকাশ বাড়িয়ে দেবো।

তুমি মন খুলে হাসলেই,
আমি এক আকাশ নীলিমা পাঠিয়ে দেবো।

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment