অভিনব পদ্ধতিতে যাত্রী বহন

প্রিয়ন্ত হালদার,পিরোজপুর সদর: সারাদেশে কঠোর লকডাঊনের আজকে তৃতীয় দিন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত ১৪ তারিখ থেকে দ্বিতীয় দফায় শুরু হয় কঠোর লকডাঊন। বন্ধ করা হয় সাধারণ যানবাহন ও যাত্রী বহনকারি সকল গণ পরিবহন।কিন্তু এতো কঠোর পরিস্থিতিতেও যেন থামানো যাচ্ছেনা এ জনস্রোত। সাধারণ গণপরিবহন বন্ধ থাকায় এবার পিকাপ ভ্যানে করে বহন করা হচ্ছে যাত্রী। অনেককেই দেখা যাচ্ছে মটরবাইকে যাত্রা করতে। যাত্রীরাও তাদের জীবনের ঝুঁকি নিয়ে বের হয়েছে তাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে।

এদিক পুলিশ প্রশাসন লকডাউনের ব্যপারে যথেষ্ট কঠোর ব্যাবস্থা পদ্ধতি হাতে নিয়েছে। রাস্তায় বের হওয়া প্রত্যেককে করা হচ্ছে জিজ্জাসাবাদ ও জরিমানা। চেক করা হচ্ছে যাত্রীদের পুলিশ মুভমেন্ট পাস। মুভমেন্ট পাস ব্যতীত সবাইকে ফিরিয়ে দেয়া হচ্ছে। ব্যাংকিং ও জরুরি কর্মক্ষেত্র সাথে জড়িত কর্মচারীদের প্রয়োজন হচ্ছে না মুভমেন্ট পাস তারা পরিচয় পত্র দেখালেই যেতে পারছেন গন্তব্য স্থানে।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment