২ এপিবিএন এর অভিযানে হারিয়ে যাওয়া মোবাইল ও বিকাশে ভুলে চলে যাওয়া টাকা উদ্ধার।

১৬

 

প্রেস বিজ্ঞপ্তি:২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (২ এপিবিএন), রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবান কর্তৃক ৩২ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন, বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ১,৬৫,০৬০/- টাকা এবং একটি ফেইসবুক একাউন্ট উদ্ধার পূর্বক মালিকের নিকট হস্তান্তর করে। ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর নির্দেশে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে হরানো মোবাইলেরর জিডির কপি সংগ্রহ করে এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসি/সিআইএ শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মেঘলা, বান্দরবানের সাইবারটিম উদ্বার করে।

বেগমগঞ্জ মডেল থানায় জিডি নং-১২৫১, মূলে ভিকটিমদের বিকাশ নম্বর হতে টাকা প্রেরণ করার সময় ভুলক্রমে অন্য নম্বরে চলে গেলে ২ এপিবিএন মেঘলা, বান্দরবান সাইবার ক্রাইম সেল উক্ত নম্বরসমূহের পরিচয় সনাক্ত করে যথাক্রমে ৬০,০০০/- টাকা, ২৮,৫৬০/- টাকা, ২৫,৫০০/- টাকা, ৫১,০০০/- টাকা উদ্ধার করে। এবং ফেইসবুক একাউন্ট হ্যাক হওয়া সন্দীপ থানায় জিডি নং-১৩৪, মূলে ২ এপিবিএন মেঘলা, বান্দরবান সাইবার ক্রাইম সেল হ্যাককৃত ফেইসবুক একাউন্টটি পুনরুদ্ধার করে। পরবর্তীতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক নিকট হতে অদ্য ইং ২৬/১২/২০২৩ তারিখে বিভিন্ন ব্র্রান্ডের ৩২টি মোবাইল ফোন, বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ১,৬৫,০৬০/- টাকা, মালিকগণ গ্রহণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের ক্যাম্প ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোঃ শওকত আলী, ক্রাইম অ্যান্ড অপস্ শাখার ইনচার্জ এসআই (নিঃ) মাইকেল বনিক, সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই (নিঃ) মোঃ আশরাফুল আলম এবং ইন্টেঃ উইং বান্দরবান শাখার ইনচার্জ এএসআই (সঃ) মোঃ রবিউল করিম সিকদার।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.