সাংবাদিক এর উপর হামলার ঘটনায়, অভিযানে ৬ লাখ টাকার হিরোইন সহ ৫ মাদক ব্যবসায়ী আটক।

৭৬

আশিকুর রহমান রুপম, রাজবাড়ি।

প্রকাশ্যে মাদক বিক্রি করার ছবি তুলতে গিয়ে গত বৃহস্পতিবার বিকালে একাধিক জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকের উপর অতর্কিত ভাবে হামলা চালায় দৌলতদিয়া পুড়াভিটা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী শাপলা,শাহানাজ, নুরজাহান,স্বপ্না সহ একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র। এই ঘটনার মাত্র ১ ঘন্টার মধ্যে মুল হামলাকারী ও মাদক ব্যবসায়ী শাপলা,শাহানাজ,স্বপ্নাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় গোয়ালন্দ থানা পুলিশ। কিন্তু ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় এদের অন্যান্য সহযোগীরা। এবার তাদের আটক করতে ১২ই আগষ্ট শনিবার রাতে অভিযানে নামে গোয়ালন্দ থানা পুলিশের একটি চৌকস টিম।এই অভিযানে, দৌলতদিয়া পুরাভিটা এলাকার কুখ্যাত মাদক কারবারি রোজী বেগম (৬০) ও হেলেনা আক্তার (৪৫) উভয়কে ৫০ গ্রাম হেরোইন সহ আটক করে পুলিশ। যার বাজার মূল্য অনুমানিক ৫ লাখ টাকার বেশিও। অপরদিকে পৃথক আরেকটি অভিযানে বাংলাদেশ হ্যাচারীজ নামক স্থান থেকে মোঃ খালেক মোল্লার ছেলে জাকারিয়া ওরফে বিদ্যুৎ (৩৪), ও শহিদ মোল্লার ছেলে হাসান মোল্লা ওরফে বাবু (২৪), উভয়কে ১০ গ্রাম হেরোইন সহ আটক করে পুলিশ। যার বাজার মূল্য অনুমানিক ১ লাখ টাকা। তারা প্রত্যেকেই রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর গ্রামের বাসিন্দা।

বরিবার (১৩ই আগস্ট) বিকালে এক প্রেস ব্রিফিংয়ে মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার।পরে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন,এদের প্রত্যেকের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। কেউ কেউ আবার মাদক মামলায় যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী।

পরে আসামিদেরকে মাদকের মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.