শেরপুরের ৩ টি আসনে কে পেলো কোন প্রতীক।

৩১

 

আবু হুরায়রা, শেরপুর জেলা সংবাদ প্রতিনিধি: শেরপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম আজ সকালে তার কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেরপুর জেলার তিনটি সংসদীয় আসন শেরপুর ১- সদর, শেরপুর -২, নকলা-নালিতাবড়ী ও শেরপুর-৩, শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের প্রতীক বরাদ্দ করেন।

এতে শেরপুর-১ (সদর) আসটিতে বৈধ প্রার্থী মনোনীত হন ৭ জন- তাহারা হলেন
১। বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক – নৌকা
২। মোঃ ছানুয়ার হোসেন ছানু- ট্রাক
৩। মোঃ মাহমুদুল হক মনি- লাঙ্গল
৪। আবুল কালাম আজাদ- একতারা
৫। মোঃ ফারুক হোসেন – সোনালী আশ
৬। মোহাম্মদ আব্দুল্লাহ – নোঙ্গর
৭। মোঃ বারেক বৈদেশি- গামছা

শেরপুর-২ ( নকলা-নালিতাবাড়ী) থেকে বৈধ প্রার্থী মনোনীত হন ৩ জন, তারা হলেন-
১। মতিয়া চৌধুরী – নৌকা
২। লাল মোঃ শাহজাহান কিবরিয়া – মশাল
৩। সৈয়দ মুহাম্মদ সাঈদ- ঈগল

শেরপুর-৩ ( শ্রীবরদী-ঝিনাইগাতী) আসন থেকে বৈধ প্রার্থী মনোনীত হন ৫ জন, তাহারা হলেন-
১। এ ডি এম শহিদুল ইসলাম- নৌকা
২। এস,এম, আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম- ট্রাক
৩। মোঃ ইকবাল আহসান- ঈগল
৪। মোঃ সিরাজুল হক- লাঙ্গল
৫। মোঃ সুন্দর আলী- গামছা

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.