রাজশাহীর হযরত শাহমখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এবার পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।

মো:জোবায়ের ইসলাম,পবা (রাজশাহী) প্রতিনিধি। রাজশাহীর হযরত শাহমখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এবার পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদগাহে নামাজ হবে না। সেক্ষেত্রে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহমখদুম (র.) দরগা মসজিদে।

শাহমখদুম (র.) দরগা এস্টেটের তত্ত্বাবধায়ক মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আয়োজিত জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় গত বুধবার এ সিদ্ধান্ত হয়েছে। রাজশাহীর অন্যান্য ঈদগাগুলোর পরিচালনা কমিটি সুবিধামতো সময়ে জামাতের সময় নির্ধারণ করে মাইকিংয়ের মাধ্যমে প্রচার করবে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীর অন্যান্য বড় ঈদ জামাতগুলোর মধ্যে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সকাল ৮টায় নামাজ অনুষ্ঠিত হবে। নগরীর টিকাপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৭টা ও সকাল ৮টায় দুটি জামাত হবে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় মাঠেও নামাজ হবে সকাল ৭টায়। ঈদজামাত আয়োজনে এখন ঈদগাহ প্রস্তুতের কাজ চলছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী বলেন, ‘ঈদগাহের নিরাপত্তা নিশ্চিত করতে সবখানেই ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পুরনো সিসি ক্যামেরাগুলো ঠিক আছে কি না সেটিও দেখে নিতে বলা হয়েছে। ঈদের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ ঈদগাহগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবেন।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.