বাঘায় দুই মাংস ব্যবসায়ীর দ্বন্দ্বে প্রাণ গেল একজনের ।

২২

 

জাকারিয়া আল ফয়সাল, স্টাফ রিপোর্টার ।

রাজশাহীর বাঘায় দুই মাংস ব্যবসায়ীর দ্বন্দ্বে মামুন হোসেন (৩০) নামে এক মাংস ব্যবসায়ী ছুরিকাঘাতে নিহত হয়েছে। কম দামে মাংস বিক্রির অপরাধে তাকে ছুরিকাঘাত কেরে খোকন হোসেন নামে অপর এক মাংস ব্যবসায়ী। রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মামুন হোসেন। শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার আড়ানী পৌর হাট-বাজারে এই ঘটনা ঘটে। নিহত মামুন হোসেন আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, আড়ানী পৌর হাট-বাজারে মাংস বিক্রেতা মামুন হোসেন ও একই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে খোকন হোসেন পাশা পাশি গরুর মাংস বিক্রি করছিল। মামুন হোসেন প্রতিকেজি ৬৫০ টাকা দরে আর খোকন হোসেন প্রতিকেজি ৭০০ টাকা দরে মাংস বিক্রি করছিল। তাদের মধ্যে কম দামে মাংস বিক্রি করা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খোকনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মামুনকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মামুন হোসেন।

বিষয়টি নিশ্চিত করে খোকনের ব্যবসায়ী সহযোগী(শ্রমিক) আবদুস সালাম ও রফিকুল ইসলাম জানান, তারা উভয়ে পরস্পর মামাত-ফুফাত ভাই। দীর্ঘদিন এক সাথে আড়ানী পৌর হাট-বাজারে মাংস বিক্রির ব্যবসা করতেন। তারা এখন আলাদা হয়ে ব্যবসা করছেন। মাংসের দাম কম-বেশী নিয়ে দুইজনের তর্কবির্তকের এক পর্যায়ে ছুরি দিয়ে মামুনকে কুপিয়ে জখম করেন খোকন।

নিহত মামুনের ছোট ভাই মানিক হোসেন বলেন, ব্যবসা আলদা করার পর থেকে মামুন কম দামে মাংস বিক্রি করে আসছিল। খোকন এতে ক্ষীপ্ত হয়ে নানাভাবে হুমকি দিচ্ছিল মামুনেক ।

তারই জের ধরে ভাই মামুনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর আত্ম গোপনে চলে যাওয়ায় খোকন হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনার পর আত্ম গোপনে চলে যায় খোকন হোসেন। পরে কসাই মামুন মারা যাওয়ার কথা শুনেছি। অভিযোগ করলে মামলা নেওয়া হবে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.