নওগাঁর নিয়ামতপুরে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা।

২১

 

সাইদুল ইসলাম হেলাল, ব্যুরো প্রধান রাজশাহী ।নওগাঁর নিয়ামতপুরে পেঁয়াজ অতিরিক্ত বেশি মূল্যে বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে সদর বাজারে অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস। অভিযানে চালিয়ে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পেঁয়াজের আমদানি বন্ধের অজুহাতে হঠাৎ করেই ভোক্তা পর্যায়ে পেঁয়াজের বাড়তি দাম হাকাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনায় গেলে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের মূল্য বৃদ্ধির সঠিক কারণ ও ক্রয় রশিদ দেখাতে না পারায় দুই ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস বলেন, সারা দেশে চলমান অস্থির পেঁয়াজের বাজার। আর এ সুযোগে কিছু পেঁয়াজ ব্যবসায়ী অধিক মুনাফার লোভে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নিচ্ছেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকলে বলেও জানান তিনি।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.