ঢাকা-৭ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রাথী মোহাম্মদ সোলাইমান সেলিম।

২৭

 

রাইম খন্দকার, প্রতিনিধি লালবাগ ঢাকা।ঢাকা-৭ আসনকে ঘিরে চলছে তুমুল আলোচনা কে হবে নির্বাচিত সংসদ সদস্য।

সোনা যাচ্ছে ঢাকা-৭ আসনের ৩ বারের এবং বর্তমান সংসদ সদস্য হাজী মোঃ সেলিমের বড় ছেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ এর আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সোলাইমান সেলিম এর কথাই মানুষের মুখে মুখে।

অপর দিকে থেমে নেই জাতীয় পার্টির প্রার্থী হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন তিনিও তার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সাধারণ মানুষের সাথে কথা বললে তারা বলেন মোহাম্মদ সোলাইমান সেলিম এখনো তরুণ তিনি ঢাকা-৭ কে গুছিয়ে রাখতে পারবে, তার বাবার বাকি কাজ গুলো সে পূরণ করবে, এবং তরুণদের জন্য কাজ করবে এবং তার বাবাকে আমরা যেমন সুখে দুখে পেয়েছি আমরা আশা করি তিনিও আমাদের পাশে থাকবে।

তরুণদের মুখে মুখেও একটি কথা মোহাম্মদ সোলাইমান সেলিম ভাই এর কোন বিকল্প নেই, তিনি নির্বাচিত হলে আমাদের ঢাকা-৭ এর তরুণদের জন্য ভালো কাজ করবেন, তরুণদের পাশে থাকবেন।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.