উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে উপজেলা আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :মোঃ আবদুল হাকিম মানিক। নানা আয়োজনে ও উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদ্যাপনে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, বর্নাঢ্য শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব গাজী শফিকুল ইসলাম শফি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি, পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ আবু সাঈদ স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনি সুইটি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ আজিজুল ইসলাম শাহআলম, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ শরিফুল ইসলাম শক্তি প্রমুখ।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে নেচে-গেয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ২ হাজার নেতা-কর্মী অংশ নেয়।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.