আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি । যশোরের মনিরামপুরে দিনব্যাপী নানা আয়োজনে মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।  রবিবার (২৩ জুন) সকাল ১০ টায় মনিরামপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে কার্যক্রম। শুরু করেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগ।

এসময় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জননেতা আমজাদ হোসেন লাভলু আরো উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপণ ভট্টাচার্য।

এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকালে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা জনাব স্বপন ভট্টাচার্য সাবেক প্রতিমন্ত্রী স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জননেতা আমজাদ হোসেন লাভলু। তরুণ আওয়ামী লীগ নেতা এডভোকেট বশির আহমেদ খান। শ্রমিকলীগ নেতা বাবলু করিম। সাবেক ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ। যুবলীগের আবহাওয়া উত্তম চক্রবর্তী বাচ্চু বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন সাবেক ছাত্রলীগের সভাপতি মুরাদুজ্জামান মুরাদ।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.