অনলাইন পোর্টাল নিউজ পএিকা গুলো নিবন্ধন ছাড়া বন্ধ করার জন্য নির্দেশ জানাই আদালত।

ডেস্ক নিউজ:

বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণলায় অভিযোগ জানান হয় দীর্ঘদিন যাবত ধারাবাহিকভাবে বন্ধ থাকায় ঢাকা থেকে প্রকাশিত ৯ টি দৈনিক বাংলা পত্রিকা ও একটি ইংরেজি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।

৯২টি ছাড়া অননুমোদিত ও অনিবন্ধিত সব নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী সাত দিনের মধ্যে বিটিআরসি চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

যে ৯২টি অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন ও বৈধতা রয়েছে-

পত্রিকার অনলাইন পোর্টালের তালিকা-
ঢাকা:
০১. বাংলাদেশ প্রতিদিন
০২. প্রথম আলো
০৩. কালের কণ্ঠ
০৪. যুগান্তর
০৫. ইত্তেফাক
০৬. আমাদের সময়
০৭. জনকণ্ঠ
০৮. সমকাল
০৯. সংবাদ
১০. ভোরের কাগজ
১১. মানবকণ্ঠ
১২. প্রতিদিনের সংবাদ
১৩. ইনকিলাব
১৪. বাংলাদেশের খবর
১৫. আমার সংবাদ
১৬. আমাদের অর্থনীতি
১৭. মানবজমিন
১৮. ভোরের ডাক
১৯. আলোকিত বাংলাদেশ
২০. আজকালের খবর
২১. ঢাকা প্রতিদিন
২২. বর্তমান
২৩. বণিক বার্তা
২৪. জনতা
২৫. খোলা কাগজ
২৬. গণকণ্ঠ
২৭. সময়ের আলো
২৮. যায় যায় দিন
২৯. লাখোকণ্ঠ
৩০. বাংলাদেশের আলো
৩১. দেশ রূপান্তর
৩২. দৈনিক ঢাকা টাইমস
৩৩. দৈনিক বাংলা
৩৪. জাগরণ
৩৫. বাংলাদেশ জার্নাল
৩৬. আমার সময়
৩৭. আমাদের নতুন সময়
৩৮. নয়াদিগন্ত
৩৯. আমার বার্তা
৪০. দিনকাল
৪১. বাংলাদেশ কণ্ঠ
৪২. নবচেতনা
৪৩. হাজারিকা প্রতিদিন
৪৪. সংবাদ সারাবেলা
৪৫. অগ্নিশিখা
৪৬. জবাবদিহি

অনলাইন পোর্টালের তালিকা;

০১. বাংলা ট্রিবিউন
০২. সংবাদ প্রতিদিন২৪ ডটকম
০৩. টাইম বাংলা নিউজ ডটকম
০৪. বিডি২৪ লাইভ ডটকম
০৫. ইউনাইটেড নিউজ ২৪ ডটকম
০৬. নিরাপদ নিউজ ডটকম

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.