Sunday, 22 December 2024, 07:01 AM

গণমাধ্যম: সাদাকে সাদা আর কালোকে কালো বলার সাহস...

আশির দশক থেকে বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান করছি। সেসময় অনেকেরই অভিযোগ ছিল বাংলাদেশ টেলিভিশনে স্বাধীনভাবে অনুষ্ঠান করা যায় না। নিয়ন্ত্রণে থেকে সৃজনশীল অনুষ্ঠান করা সম্ভব নয়।

এসব কারণেই ৯৪’ সালের শুরুর দিকে আমরা প্রথম আন্দোলন শুরু করেছিলাম যাতে টিভির বাইরে এসে অনুষ্ঠান নির্মাণ করতে পারি। যা পরবর্তীতে টিভি নীতিমালার আলোকে টিভিতে প্রচারিত হবে। সেই আন্দোলনের ফসল হিসেবেই ১৯৯৪ সালের ১৮ই নভেম্বর প্রথম প্যাকেজ অনুষ্ঠান হিসাবে ইত্যাদির যাত্রা শুরু হয় এবং সূচিত হয় বেসরকারি অনুষ্ঠান নির্মাণের পথ।

৮০’ র দশক থেকে অনুষ্ঠান করলেও ইত্যাদি শুরু ১৯৮৯ সালের মার্চে। এই দীর্ঘ সময়ে কাজ করতে গিয়ে টিভির রীতিনীতির অনেক পরিবর্তন, সংযোজন, বিয়োজন দেখেছি। ৮২’ সালের সামরিক শাসন থেকে শুরু করে তিনটি তত্ত্বাবধায়ক সরকার ও দুটি রাজনৈতিক দলের বিভিন্ন মেয়াদের সরকার এবং ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে বিগত সরকারের পতন না হওয়া পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান করেছি। আর এখন ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ফলে নবীন-প্রবীণের অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকারের আমলে প্রবেশ করেছি।