মোঃ রেশাদুল হক,ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে যে SEA-ME-WE-5 কনসের্টিয়ামের সিডিউল অনুযায়ী আগামী ৩০শে জানুয়ারী ২০২১ খ্রিঃ তারিখে বাংলাদেশ সময় রাত ২ঃ০০ ঘটিকা থেকে ভোর ৬ঃ০০ ঘটিকা পর্যন্ত অর্থাৎ ৪(চার) ঘন্টা সময় SEA-ME-WE-5 সাবমেরিন ক্যাবলের রক্ষনাবেক্ষন জনিত কাজ করার পরিকল্পনা কনসোর্টিয়াম কতৃক হাতে নেয়া হয়েছে।
উল্লেখিত সময়ে SEW-5 সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সকল সার্কিট সমূহ বন্ধ থাকবে।
তবে উক্ত সময়ে SEA-ME-WE-4 সাবমেরিন ক্যাবল ও ITC অপারেটর সমূহের সার্কিট চালু থাকিবে।
রক্ষনাবেক্ষন কাজ চলাকালীন মূহুর্তে ইন্টারনেট গ্রাহকগন সাময়িক ভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারে।
উল্লেখিত রক্ষনাবেক্ষন কালীন সময় সম্মানিত গ্রাহকগনের সামরিক অসুবিধার জন্য মোঃ শহিদুল ইসলাম (মহাব্যবস্থাপক) এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে (বিএসসিসিএল) কতৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখ প্রাকাশ করেছেন।