NRB Group এ যুক্ত হলো নতুন প্রতিষ্ঠান

৪৭

বায়জিদ আহমেদ সাথে নিয়ে আহম্মেদ শাকিল :

পদ্মা সেতু ও পায়রা বন্দর বিসিক  নগরী আলোকিত করছে দক্ষিণের জনপদ পটুয়াখালী কে।

আই ই এ জাতীয় পরিচালনা পরিষদের সন্মানিত সদস্য ও NRB group এর ম্যানেজিং ডিরেক্টর,PDO পলিটেকনিক এর চেয়ারম্যান মো: নজরুল ইসলাম সিকদার এর NRB Group এ যুক্ত হল আর ও একটি প্রতিষ্ঠান, শুভকামনা রইল।
গতকাল ২৫ নভেম্বর, ২০২০ খ্রি: বেলা ১১:০০ ঘটিকায় পটুয়াখালী বিসিক শিল্পী নগরীতে পিডিও অটো রাইস এন্ড এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ (NRM ফুড) এর শুভ উদ্বোধন আনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুযোগ‍্য জেলা প্রশাসক জনাব মোঃ মতিউল ইসলাম চৌধুরীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক জনাব কাজী তোফাজ্জেল হক এবং শিল্প নগরী কর্মকর্তা জনাব এসএম আল আমিন। এ সময় আরো উপস্থিত ছিলেন সম্প্রসারণ কর্মকর্তা জনাব মোজাহিদুল ইসলাম, নাসিব এর সভাপতি জনাব কাজী হারুন অর রশিদ, মালিক সমিতির সভাপতি জনাব জাহাঙ্গীর আলম খান শাহিন সহ পটুয়াখালী বিসিক শিল্পীনগরীর সকল শিল্প মালিকগণ।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.