Sunday, 22 December 2024, 09:34 AM

উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল।

সোমবার (২৫ নভেম্বর) মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিসকক্ষে সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাতে বিশ্বব্যাংকের সহায়তায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন প্রকল্প এবং গ্রামীণ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় বিশ্বব্যাংকের প্রতিনিধিরা বলেন, বাংলাদেশের একজন সহযোগী অংশীজন হতে পেরে আমরা গর্বিত। স্থানীয় সরকার উপদেষ্টার কাছে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং দ্রুত বাস্তবায়ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

উপদেষ্টা বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে কাজের গতিশীলতা আনতে কাজ করে যাচ্ছে সরকার। উন্নয়ন প্রকল্প এবং বিদেশি সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলোর গতি ত্বরান্বিত করতে এবং নির্ধারিত সময়ে শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব), বিভিন্ন দপ্তরের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

da/iN