Saturday, 21 December 2024, 10:49 PM

সৈয়দপুরে বাঙালিপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন রফিকুল

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর উপজেলার তিন নম্বর বাঙালিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রফিকুল ইসলাম দায়িত্বভার গ্রহণ করায় আজ সোমবার বিকালে পরিষদ কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে ৷

মহিলা ইউপি সদস্যা লাভলী ইয়াসমীন  পরিষদের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করেন ৷ অপরদিকে নবাগত ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আহসান হাবীবকেও সংবর্ধনা দেওয়া হয় ৷ এসময় উপস্থিত ছিলেন পরিষদের ইউপি সদস্য,সদস্যা কর্মচারীবৃন্দ ৷
 
এর আগে গত ২১ নভেম্বর বিকালে  আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তিনি ৷

তার দায়িত্বভার গ্রহণ উপলক্ষে ইউপির পক্ষ থেকে এক অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাঙালিপুর ইউপি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার।

 বাঙালিপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য ডা. মো. সাবেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বাঙালিপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আহসান হাবীব, বিএনপি নেতা আলমগীর হোসেন, ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য আনিছুর রহমান, শিক্ষক, ইমাম, সাংবাদিক, সুধীজনসহ ইউনিয়নের সব ইউপি সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।  

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নীলফামারীর সৈয়দপুর উপজেলার তিন নম্বর বাঙালিপুর ইউপির চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার গা ঢাকা দেন।

তার অনুপস্থিতিরি কারণে ইউপিরও সার্বিক কার্যক্রম পরিচালনায় অচলাবস্থা দেখা দেয়। এ অবস্থার পরিপ্রেক্ষিতে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউপির চার নম্বর ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ মো. রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।