Saturday, 21 December 2024, 10:35 PM

শামীম–মাহফুজে ফাইনালে বাংলাদেশ, সেমিফাইনাল থেকেই বিদায় পাকিস্তানের

এবার বিসিবি এইচপিকে টপ এন্ডের সিরিজের ফাইনালে তুললেন শামীম হোসেন ও মাহফুজুর রহমান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পার্থ স্কর্চার্সের বিপক্ষে সপ্তম উইকেটে গুরুত্বপূর্ণ ২৯ রানের জুটি গড়েছিলেন এ দুজন।

দলের প্রয়োজনে আক্রমণাত্মক খেলেছেন মাহফুজুর, শামীম দিয়েছেন সঙ্গ। ডারউইনে আজ সেমিফাইনালে নর্দান টেরিটরির বিপক্ষে ২১ রানে জয়ের ম্যাচেও দুজনে গড়েন ৪৯ রানের জুটি।

শামীম-মাহফুজুরের জুটিতেই ৭৭ রানে ৫ উইকেট হারানোর পরও ২০ ওভারে ১৩৮ রান তোলে এইচপি। এরপর রিপন মণ্ডল–রাকিবুল হাসানদের দারুণ বোলিংয়ে ২০ ওভারে ১১৭ রানের বেশি করতে পারেনি নর্দান টেরিটরি।

ফাইনালে ওঠার ম্যাচেও এইচপির টপ অর্ডার আর মিডল অর্ডারের ব্যর্থতা নিয়ে ভাবতে হচ্ছে। এদিন জিশান আলমের সঙ্গে ইনিংস ওপেন করেন পারভেজ হোসেন। তিন নম্বরে খেলেন জাতীয় দলের নিয়মিত ওপেনার তানজিদ হাসান। জিশান আউট হন ৪ রান করে, পারভেজ ২৩ বলে করেন মাত্র ১৭ রান।