Monday, 30 December 2024, 11:48 PM

পুলিশের কেউ চাঁদাবাজিতে জড়িত থাকলে রক্ষা নেই ------...

ডিএমপি নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, রিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত টাকা কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তাহলে তার আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা। রিকশাচালকরা থানার ওসিকে নিয়ে কমিটি করেন। কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে। চাঁদাবাজির টাকায় এসি ঘরে ঘুমানোর দিন শেষ। সোমবার ডিএমপি সদর দপ্তরে ব্যাটারিচালিত অটোরিকশা, অটোভ্যান, ইজিবাইকচালক ও ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
দাবির পরিপ্রেক্ষিতে ডিএমপি কমিশনার বলেন, আদালতের সিদ্ধান্ত না এলে আমি কোনো কথা বলতে পারবো না। আপনারা বিকেল পর্যন্ত অপেক্ষা করেন। এরপর আমরা আবারও আলোচনায় বসবো। অটোরিকশা চলাচলের ব্যাপারে আমি এখনই কোনো নির্দেশনা দিতে পারবো না। কারণ এ বিষয় উচ্চ আদালত রায় দেবেন। ব্যাটারিচালিত অটোরিকশা, অটোভ্যান, ইজিবাইকচালক ও ইউনিয়নের নেতাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, আপনারা একটা লিয়াজোঁ কমিটি করেন। তাদের মাধ্যমে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আবারও বসবো। এদিকে রিকশাচালক ও সংগঠনের নেতারা চাঁদাবাজি, কার্ড বাণিজ্য ও হয়রানি বন্ধের দাবি জানান।
মামলা না নিলে ওসিকে এক মিনিটে ‘সাসপেন্ড’: শেখ মো. সাজ্জাত আলী বলেন, ঢাকার কোনো থানায় মামলা না নিলে সেই ওসিকে এক মিনিটে সাসপেন্ড (বরখাস্ত) করে দেব। আপনি মামলা করেননি কেন? মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে।

da/iN