‘ছেলিডা তো মইরে বাইচেঁছে, উর বাপরে বাঁচাপো ক্যারাম...

শেখ হাসিনা সরকারের পতনের পর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার একটি দোকানে একদল লোকের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন উজ্জ্বল হোসাইন (৩০) নামের এক যুবক। গত শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের মোক্তারপুরে জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হয়েছে।

নিহত উজ্জ্বল হোসাইন দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের আলতাফ হোসাইনের ছেলে। তাঁর আরেক ভাইয়ের নাম আহসান আলী। বাবা-ছেলে তিনজনই রাজমিস্ত্রির কাজ করতেন।

বিজয় মিছিলের নামে ৫ আগস্ট রাতে একদল লোক মোক্তারপুর মোল্লাবাজারে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের সদস্য হাসান আলীর ভাই হোসেন আলীর হার্ডওয়্যার, সার-কীটনাশক ও ইলেকট্রিক পণ্যের দোকানে আগুন লাগিয়ে দেয়। এতে দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে উজ্জ্বল হোসাইন ও তাঁর বাবা আলতাফ হোসাইনসহ (৫০) অন্তত পাঁচজন দগ্ধ হন। এর মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার সকাল ৬টায় উজ্জ্বল মারা যান। ময়নাতদন্ত শেষে উজ্জ্বলের লাশ গ্রামের বাড়িতে আনা হয়। সেই সঙ্গে চিকিৎসাধীন তাঁর বাবা আলতাফ হোসাইনকেও বাড়িতে ফিরিয়ে আনা হয়।