স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান: আইনজীবী হত্যা ও দেশে আরোজকতা সৃষ্টির অপচেষ্টা কারীদের প্রতিরোধে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ নভেম্বর বুধবার বিকাল ৪টার দিকে চালনা ডাকবাংলা মোড় হতে একটি বিক্ষোভ মিছিল চালনা পৌর সভার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে ডাকবাংলা মোড়ে পথসভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নান খান,চালনা পৌর বিএনপির আহবায়ক শেখ মোজাফফর হোসেন সাধান সম্পাদক আলআমীন সানা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দীপক কুমার নরদার ,শেখ শহিদুল ইসলাম,মোস্তাফিজুর রহমান মোস্তাক আউয়ুব আলী কাজী,,মোঃবাচ্ছু ফকির,কামরুল ইসলাম,মহিদুল ইসলাম,এমএম আব্দুল কাদের , বিএনপি সেতা মনিরুল ইসলাম খান, জান্নাতুল ফেরদৌসী, পারুল বেগম,রফিকুল ইসলাম,নুর হোসেন,,আব্দুর রাজ্জাক মেল্লা, শফিকুল ইসলাম, আজীম হাওলাদার, আমিনুল ইসলাম বুলবুল, রমজান আলী গাজী,রতন মন্ডল,বদিয়ার হোসেন ফেরদৌস সানা, মালা কাজী,তারেক গাজী,জয়নাল গাজী,আব্দুলাহ মোল্লা,মিজান হোসেন , মিসকাত মোল্লা,মিনারুল শেখ,রাহাজান ইসলাম ,পিরালী ইসলাম,সেলিম হাওলার,ফজলু ইসলাম, সোহেল হোসেন,জিএম রুম্নন সহ আরো অনেকে।