কিছুদিন আগেই জানা যায়, অজয় দেবগনের ছবি ‘সন অব সরদার-২’ থেকে বাদ পড়েছেন বিজয় রাজ। লন্ডনে ছবির শুটিংয়ের সময় অপেশাদার আচরণের অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। এখানেই শেষ নয়, ছবির প্রযোজক কুমার মঙ্গত পাঠক বিজয়ের স্পট বয়ের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন। অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুলেছেন বিজয়। খবর পিঙ্কভিলার