Monday, 30 December 2024, 11:28 PM

ইমরান খান ও আরিফ আলভির বিরুদ্ধে ফের মামলা...

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খান, তার বোন আলেমা খান এবং সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভির বিরুদ্ধে ২৪ নভেম্বরের বিক্ষোভের সাথে সম্পর্কিত ঘটনায় মামলা করা হয়েছে, এরআআই নিউজ জানিয়েছে।


রাওয়ালপিন্ডির তক্ষশিলা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী এবং অন্যান্য পিটিআই নেতাদের মধ্যে শেহরিয়ার রিয়াজ, হাম্মাদ আজহার এবং আসাদ কায়সারের নামও রয়েছে এই মামলায়।

মামলায় ডাকাতি, খুনের চেষ্টা এবং পাকিস্তান দণ্ডবিধির অন্যান্য ধারার অভিযোগ রয়েছে। পিটিআই নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন সহিংসতা উস্কে দেয়া এবং সরকারি সম্পত্তির ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে।

একটি পৃথক মামলায়, ইমরান খান, বুশরা বিবি, আলেমা খান এবং আলি আমিন গন্ডাপুরের বিরুদ্ধে রাওয়ালপিন্ডির ধামিয়াল থানায় আরেকটি এফআইআর দায়ের করা হয়েছে। মামলায় সন্ত্রাসবাদের অভিযোগ এবং পাকিস্তান দণ্ডবিধির অন্যান্য ধারা রয়েছে।

পিটিআই নেতা আসাদ কায়সার, ওমর আইয়ুব এবং হাম্মাদ আজহার সহ ২০০ জনেরও বেশি লোককে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।

da/iN