বগুড়া সদর উপজেলার বথুয়াবাড়ি গ্রামের হিন্দুপাড়া। সেখানকার অধিকাংশ পুরুষ পান ব্যবসায়ী। কেউ পান বিক্রি করতে গিয়েছিলেন হাটে, কেউ খেতের কাজে মাঠে। হঠাৎ ওই পাড়ায় হানা দেয় একদল লোক। কারও হাতে লাঠি–রড, আবার কারও হাতে ধারালো অস্ত্র। হিন্দুপাড়ার নারী, বৃদ্ধ ও শিশুরা ভয়ে বাড়িঘর ছেড়ে পালাতে থাকেন। এ ঘটনা ৫ আগস্ট বিকেলের।
ওই দিন দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে যাওয়ার খবর পেয়ে বগুড়া শহরসহ বিভিন্ন স্থানে মিছিল বের করা হয়। একপর্যায়ে সদর উপজেলার বথুয়াবাড়ির হিন্দুপাড়ায় হামলার ঘটনা ঘটে। সেখানে তিনটি বাড়িতে ভাঙচুর করা হয়। আওয়ামী নেতা উজ্জল চন্দ্রের নির্মাণাধীন বাড়ির পূজার ঘর তছনছ করা হয়। ইটপাটকেলের আঘাতে একটি বাড়ির জানালার কাচ ভেঙে যায়। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কীর্তনীয়া পুষ্প রানী দাস (৪২)। তাঁর বাড়িঘরের আসবাব ও মাইক্রোবাস ভাঙচুর এবং জিনিসপত্র লুট হয়েছে। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন বথুয়াবাড়ির হিন্দুপাড়ার বাসিন্দারা।
Login To Leave a Comment