Sunday, 22 December 2024, 08:26 AM

যমুনা গ্রুপ নেবে ফিল্ড অফিসার, পদ ৯০

যমুনা গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানের উৎপাদন সামগ্রী (ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল এবং স্মল-এপ্লায়েন্স) বিক্রয় ও বিপণনের জন্য ফিল্ড অফিসার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি অফিসে উপস্থিত হতে হবে। প্রতি শনিবার প্রধান কার্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার গ্রহণ চলছে।

  • পদের নাম: ফিল্ড অফিসার
    পদসংখ্যা: ৯০
    যোগ্যতা: এইচএসসি পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পণ্যের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন ও পণ্য সরবরাহ নিশ্চিত করতে। কোম্পানির বিক্রয় নীতির যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সর্বোত্তম সম্ভাব্য গ্রাহক সেবা প্রদান করতে হবে।