Thursday, 05 December 2024, 03:28 PM

ওয়ারীতে বিএনপি নেতা ও তাঁর ভাইকে কুপিয়ে হত্যা

রাজধানীর ওয়ারীতে এক বিএনপি নেতা ও তাঁর ছোট ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁরা হলেন বিএনপি নেতা আলামিন ভূঁইয়া (৪১) ও তাঁর ছোট ভাই নুরুল আমিন (৩৫)। আলামিন ঢাকা মহানগর দক্ষিণের ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

আজ বুধবার সকালে ওয়ারীর হাটখোলা এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় আলামিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আর দুপুরের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় নুরুল আমিনের লাশ।