প্রায় এক মাসের অচলাবস্থা কাটিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণি কার্যক্রম শুরু হতে যাচ্ছে কাল রোববার। এর আগে ৭ আগস্ট থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিলেও নানা কারণে শিক্ষা কার্যক্রম পুরোপুরি চালু করা যায়নি। কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম চললেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম।
শিক্ষাপ্রতিষ্ঠান চালুর ক্ষেত্রে সমস্যা হলো সরকার পরিবর্তনের পর এর পদাধিকারীদের পদত্যাগ। বিশেষ করে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া উপাচার্য, সহ–উপাচার্যসহ শীর্ষ পর্যায়ে পদত্যাগের ঘটনা নতুন চ্যালেঞ্জের মধ্যে ঠেলে দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, এখন পর্যন্ত ১৯ জন উপাচার্য, ১১ জন সহ-উপাচার্য এবং ৫ জন কোষাধ্যক্ষ পদত্যাগ করেছেন। এর মধ্যে ১৬ জনের পদত্যাগপত্র ইতিমধ্যে গৃহীত হয়েছে। বাকিগুলো প্রক্রিয়াধীন আছে। দেশে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় চালু আছে ৫৫টি।
Login To Leave a Comment