সৌদির সাথে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কিছু এলাকায় ঈদের নামাজ আদায়।

আব্দুল ওয়াহাব,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি। সৌদি আরবের সাথে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছেন। রবিবার (১৬ জুন) জামায়াতের সাথে দুই রাকাআত ওয়াজিব নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদুল আযহার উদযাপন করেন তারা।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনােদপুর ইউনিয়নের রাধানগর ও ৭৬ বিঘিসহ শিবগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের কিছু মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করেছেন।

সকাল সারে সাত সময় ৭৬ বিঘি আম বাগানে ঈদুল ফিতের নামাজে ইমামতি করেন মাওলানা মোজাম্মেল হক। শিবগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকার মুসুলিরা সেখানে ১০০-২০০ জন নারী – পুরুষ ঈদ জামায়াতে অংশগ্রহণ করেন।
বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এবছর ঈদের নামাজ পড়েছে। তবে গ্রামের সবাই করেছে বিষয়টি এমন নয়।

ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তাফা মুঠোফোন জানান, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে দেশের অনেক জায়গাতেই ইদের নামাজ আদায় করেন কিছু মানুষ। এরই ধারাবাহিকতায় কিছু মানুষ এবারও ইদের নামাজ আদায় করে নামাজ শেষে কুরবানী করেন মুসুল্লিরা।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment