সুজন পালের তৈরী রোবট

সঞ্জয় বৈরাগী,ডেস্ক রিপোর্ট: বরিশালে বঙ্গ নামে কথা বলা একটি রোবট তৈরি করেছে কলেজছাত্র সুজন পাল। দীর্ঘ চার মাসের টিউশন ফি জমিয়ে রোবটটি তৈরি কনেন তিনি।

সুজন দাস এর তৈরি রোবট ঘরে গ্যাস লিক হলে তাৎক্ষণিক সংকেত দিতে সক্ষম এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ফায়ার সার্ভিস খবর পৌঁছতে পারে। সুজনের দাবি তার তৈরিকৃত রোবট কথা বলতে সক্ষম।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৌরনদি কলেজের একাদশ শ্রেণির ছাত্র সুজন। ইতিমধ্যেই এলাকায় সুজনের তৈরি রোবট শোরগোল ফেলে দিয়েছে। দূরদূরান্ত থেকে রোবট বঙ্গ কে দেখতে আসছেন লোকজন। দর্শনার্থীদের সাথে সৌহার্দ্য বিনিময় করছে বঙ্গ।

সুজনের এই সৃজনশীল আবিষ্কারে সুজনের পরিবার এবং তার প্রতিবেশী সুজনকে নিয়ে গর্বিত।

আগৈলঝাড়া উপজেলার নিবার্হী কর্মকর্তা আবুল হাশেম বলেন সুজন রাজি থাকলে তার এই প্রজেক্টকে সফল করতে প্রশাসনিকভাবে সহযোগিতা প্রদান করবে উপজেলা প্রশাসন।
লিখিত আবেদন পেলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সুজনের প্রোজেক্টের জন্য আর্থিক সহায়তার জন্য আবেদন পত্র প্রেরণ করবেন বলে জানিয়েছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment