সত্যের পরশ

মুহাম্মদ জহিরুল ইসলাম, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ: সত্যের আগমনে হ্নদয়ে প্রেমের আগুন জ্বলে উঠলে,হ্নদয়ের কঠিন লোহাকেও মোমের মত গলিয়ে নরম করে দেয়।ঐ প্রেমের আগুন হ্নদয়ে হরহামেশাই জ্বলতে থাকলে ঐ সত্যগ্রহণকারীকে কখনই জাগতিক মোহে আবদ্ধ রাখা সম্ভব নয়।

আমেরিকার ও ইউরোপের বহু সংস্থার সভ্য ১৯ শতকের ভূবিজ্ঞান ও শব্দ বিজ্ঞানের অধ্যাপক লিওন মুসলমান হয়ে নাম গ্রহণ করলেন প্রফেসর হারুন মোস্তফা লিওন।বিস্তারিত জানতে পড়ুন লন্ডন থেকে প্রকাশিত বিজ্ঞান বিষয়ে পত্রিকা The philomathe.

১৯৫৩ সালের ২০শে ফেব্রুয়ারী ফ্রান্সের সেলমাঁ বেঁয়োস্ত যিনি ওষুধের উপর ডক্টর ডিগ্রি অর্জনকারী,মুসলমান হয়ে নাম গ্রহণ করেন আলী সেলমাঁ বেঁয়োস্ত। জার্মানির বিখ্যাত কূটনীতিজ্ঞ হবহম মুসলমান হয়ে নাম নেন মোহাম্মদ আমান হবহম।অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ায় রেকর্ড সৃষ্টিকারী স্যপর লডার ব্রান্টন যাকে ইংল্যান্ড সরকার স্যার উপাধি দেন তিনিও মুসলমান হয়ে নাম নেন স্যার জালালুদ্দিন লডার ব্রান্টন। অস্টিয়ার বিখ্যাত রাজনীতিবিদ, সাংবাদিক ও গ্রন্থকার লিয়োপল্ড উইস স্বেচ্ছায় মুসলমান হয়ে নাম নেন মোহাম্মদ আসাদ।আমেরিকা যুক্তরাষ্ট্রের টমাস ক্লেটন মুসলিম হয়ে নতুন নাম নেন টমাস মোহাম্মদ ক্লেটন।

স্মরণ করেন আমেরিকার ওয়াল্ড চ্যাম্পিয়ন মুষ্টিযোদ্ধা ক্যাসাইয়াসক্লের মুসলমান হওয়ার পর তার মুখের দীপ্ত ঘোষণা,” আমার নাম আর ক্যাসাইয়াসক্লে নয়, আমি এখন মোহাম্মদ আলী।আর এক হেভিওয়েট চ্যাম্পিয়ন বক্সার মাইক টাইসন মুসলমান হয়ে নাম নেন আযীয।আন্তর্জাতিক পত্রিকা উইকে’র সম্পাদক মিঃওয়েন মারিশন ১৯৮৪ সালে মুসলমান হয়ে আলোচিত হন সালমান ওয়েল মরিশন হিসেবে।
নাম উল্লেখ করে বলা মুশকিল ইউরোপ-আমেরিকাতেই প্রতিদিন কি পরিমাণ সংখ্যক মানুষ মুসলমান হচ্ছে। বিশ্ব মিডিয়া তোমাদের হাতে তবুও একটা লোকের মুখেও শোনা যায়নি আমাকে অস্ত্রের জোরে মুসলিম বানানো হয়েছে।তবে আজো কেন ইউরোপে ঠুনকো ঘটনার প্রসঙ্গে বলা হয় মুসলমানরা সন্ত্রাসী কিংবা জঙ্গিবাদী।

“Historical Role Of Islam”সেখানে শ্রীমানবেন্দ্রনাথ রায় বলেন,learning from the Muslim Europe became the leader of modern civilization অর্থাৎ মুসলমানদের শিক্ষার প্রভাবেই ইউরোপ আধুনিক সভ্যতার নেতা হতে পেরেছে।

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment