যশোরে ডিবির সফল অভিযানে চুরি কাজে ব্যবহত জিনিস উদ্ধার সহ গ্রেফতার-০৩

মাসুদ রায়হান ,যশোর জেলা প্রতিনিধি।

০২ জুলাই ২০২৪ ডিবি যশোরের এসআই মোঃ নুর ইসলাম সংগীয় এসআই মোঃ সাদ্দাম হোসেন, এএসআই সৈয়দ শাহিন ফরহাদ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর ঝিকরগাছা থানার মামলা নং-০৫, তাং-০২/০৭/২৪ইং ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এর আলামত উদ্ধার ও আসামী গ্রেফতার অভিযান পরিচালনা কালে কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ বিকাল ১৬.৫৫ ঘটিকা এবং ১৮.০৫ ঘটিকার সময় ধৃত আসামী জয়নুল মোড়ল(৪০) তার বসত বাড়ীর শয়ন কক্ষ হইতে চুরি কাজে ব্যবহৃত ০১টি হেক্সো মেশিন, ০১টি হাতুড়ী ও বাদীর চুরি যাওয়া ১৪টি বিভিন্ন ব্রান্ডের চোরাই এন্ড্রয়েড এবং ৩০ টি বিভিন্ন ব্রান্ডের চোরাই বাটন মোবাইল ফোন উদ্ধার করেন এবং ধৃত আসামী মোঃ আহসান জামিল(২৩) এর স্বীকারোক্তি ও দেখানো মতে কোতয়ালী মডেল থানাধীন বস্তা পট্টি জামিল স্টোর নামক দোকান হইতে ১০টি বিভিন্ন ব্রান্ডের চোরাই এন্ড্রয়েড এবং ১৩ টি বিভিন্ন ব্রান্ডের চোরাই বাটন মোবাইল ফোন উদ্ধার করেন অতঃপর আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন সিটি ব্যাংকের পশ্চিম পার্শ্বে মির্জা মার্কেট মোঃ আশিকুজ্জামান আশিক এর নিজ নামীয় আশিক টেলিকম দোকান হইতে ২৩ টি বিভিন্ন ব্রান্ডের চোরাই বাটন মোবাইল ফোন উদ্ধার করতঃ আসামী ১। মোঃ জয়নুর মোড়ল (৪০), পিতা-মোঃ হযরত আলী মোড়ল, মাতা-মোছাঃ সোনাভান বেগম, সাং-হালসা (র্পূবপাড়া), ২। মোঃ আহসান জামিল (২৩),পিতা–মোঃ আবুল কাশেম, মাতা-শিউলী বেগম, সাং-বালিয়া ভেকুটিয়া, ৩। মোঃ আশিকুজ্জামান ৥ আশিক (৩৫), পিতা-মৃত আবুল হোসেন, মাতা-মোছাঃ শাহিদা, বেগম, সাং-পালবাড়ি, ঘোষপাড়া বাজার, র্সব থানা-কোতয়ালী, জেলা-যশোর দের গ্রেফতার করেন।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment