মোল্লাহাটে দুর্বৃত্তের দেওয়া আগুনে ছাই হল ভূমিহীন এর বসতঘর

পার্থ রায়,উপজেলা প্রতিনিধী,মোল্লারহাট: বাগেরহাটের মোল্লাহাটে খাস জমিতে বসবাসকারী অসহায় ভূমিহীন এক পরিবারের বসতঘরসহ সর্বস্ব দুর্বৃওের দেওয়া আগুনে পুড়ে ভষ্ম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিনগত রাত ২ টা হতে ৩ টার মধ্যে মোল্লাহাট উপজেলার গাংনী সরকার পাড়া মহা-শ্মাশান সংলগ্ন আঠারোবাকি নদীর পাড়ের জনৈক খাজা মোল্লার বসত ঘরসহ সর্বস্ব পুড়ে ভষ্ম হওয়ার এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ খাজা মোল্লা (৩০) ও তার স্ত্রী রত্না (২৫) জানায়, ঘটনার তারে এক নারীকে শ্মশানে দাহ করা হচ্ছিল, দাহ করার গন্ধ এড়াতে, তার দুই শিশু সন্তান কে নিয়ে কাছের এক আত্মিয়ের বাড়িতে যান,নারীকে দাহ করার কার্যক্রম প্রায় রাত ২ টার দিকে শেষ হয়। এর পর আনুমানিক ৩ টার দিকে রওনা দেয় বাড়ির তারপর তাদের চোখে পড়ে ঘরে আগুন জলছে দাউ দাউ করে। ততক্ষণে গোলপাতার ঘরসহ ঘরের মধ্যে থাকা সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।

সর্বস্ব হারা পরিবারটি জানায়,ওই খাস জমি দখল করায় তাদের ঘর পুড়িয়েছে দুর্বওরা। এঘটনায় শুক্রবার সকালে মোল্লাহাট থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন, এছাড়া অসহায় পরিবারটিকে সম্ভবপর সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি)অনিন্দ্য মন্ডল।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment