মসজিদে নামাজ আদায় করতে না পেরে ক্ষুব্ধ মুসল্লী

আমির হোসেন, হাতিয়া প্রতিনিধি: বাংলাদেশের করোনা দ্বিতীয় ধাপে বেড়ে যাওয়ায় সরকার কঠোর লকডাউন দিয়েছে। শিল্প কারখানা বাদে সব কিছু বন্ধ। এদিকে প্রথম সপ্তাহে ধর্ম মন্ত্রণালয়ের নিদর্শনা ছিল মসজিদে নামাজ শুরুর আগে এবং পরে কোন জমায়েত করা যাবে না। দ্বিতীয় সপ্তাহে নির্দেশনা বিশ জনের অধিক লোক নামাজ আদায় করতে পারবে না।
তাই প্রতিটি মসজিদে বিশ জন মুসল্লী হলে গেইট বন্ধ করে দেয়া হয়।এতে হাজারো মানুষ মসজিদের সামনে থেকে ফিরে আসে। অনেকে বাহিরে নামজ আদায় করতে দেখা যায়।

যেহেতু রমজান মাস। এ মাস সবচেয়ে আমলের মাস।তাই অনেক মুসল্লিকে দেখা যায় নামজের বিছানা নিয়ে মসজিদে মসজিদে ছুটতে।প্রতিটি ধর্ম প্রাণ মুসলিম এ মাসে নিজের ভুলের ক্ষমা এবং মুক্তি লাভের আশায় ইবাদত বন্দেগিতে ব্যস্ত থাকে।

অনেক মুসল্লি এতে ক্ষোভ প্রকাশ করে বলেন দেশের শিল্প কারখানা খোলা লাখো মানুষের কর্মসংস্থান খোলা রেখে মসজিদে এই নিয়ম করা ঠিক হয় নাই। তারা আরো বলেন স্বাস্থ্য বিধি মেনে তিন ফুট দূরত্ব রেখে নামাজ আদায় করার নির্দেশনা দিতো পারতো। এতে হাজারো মানুষ ইবাদতের সুযোগ পেতো।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment